Wellcome to National Portal
Main Comtent Skiped

#“১ নভেম্বর ২০২৪ হতে ৩০ জুন ২০২৫খ্রি. পর্যন্ত মোট ৮ মাস দেশব্যাপী সর্বত্র জাটকা (২৫সে.মি বা ১০ইঞ্চি পর্যন্ত সাইজের ইলিশ) আহরণ, পরিবহন, মজুদ, বাজারজাতকরণ, ক্রয়-বিক্রয়, বিনিময় ও অবৈধ জালের ব্যবহার দন্ডনীয় অপরাধ”

#১৩ অক্টোবর থেকে ০৩ নভেম্বর ২০২৪খ্রি. পর্যন্ত মোট ২২ দিন ইলিশের প্রধান প্রজনন মৌসুমে সারাদেশে ইলিশ আহরণ, পরিবহন, মজুদ, বাজারজাতকরণ, ক্রয়-বিক্রয় ও বিনিময় সম্পূর্ণ নিষিদ্ধ এবং দণ্ডনীয় অপরাধ।


Title
Ma Hilsa Conservation Campaign 2023 October 12-November 2, 2023 The government has announced a ban on these 22 days of collecting, transporting, stocking, marketing, buying and selling and exchanging hilsa across the country.
Details

           মা ইলিশ সংরক্ষণ অভিযান ২০২৩ 

১২ অক্টোবর-০২ নভেম্বর,২০২৩ইং (২৭ আশ্বিন- ১৭ কার্ত্তিক১৪৩০ বঙ্গাব্দ)

                             ”মা ইলিশ রক্ষা করুন”

সরকার ঘোষিত নিষিদ্ধ এই ২২ দিন সারাদেশে ইলিশ আহরণ, পরিবহন, মজুত, বাজারজাতকরণ, ক্রয়-বিক্রয় ও বিনিময় দণ্ডনীয় অপরাধ।

এ আইন অমান্যকারীকে কমপক্ষে ১ বছর থেকে সর্ব্বোচ্চ ২ বছরের সশ্রম কারাদণ্ড অথবা পাঁচ হাজার টাকা পর্যন্ত জরিমানা অথবা উভয় দণ্ডে দণ্ডিত করা হবে।

প্রচারেঃ মৎস্য অধিদপ্তর, খুলনা ।

Images
Attachments
Publish Date
18/10/2023
Archieve Date
30/11/2025